সাড়ে ১০ ইঞ্চির কমদামি আইপ্যাড আনবে অ্যাপল

১৫ ডিসেম্বর, ২০২০ ০১:৩৭  
গত সেপ্টেম্বরে অ্যাপল এন্ট্রি-লেভেলের ১০.২ ইঞ্চির আইপ্যাড উন্মোচন করে। সূত্র বলছে ২০২১ সালের প্রথমদিকে ১০.৫ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যাপল এ১৩ বায়োনিক চিপসেট নিয়ে নতুন আইপ্যাড আনবে প্রযুক্তি জায়ান্টটি। খবর জিএসএম এরিনা। খবরে আরও বলা হয়, নবম প্রজন্মের আইপ্যাডটি পাতলা ও হালকা কাঠামোতে আনা হবে। এর সামগ্রিক ডিজাইনটি বর্তমান সংস্করণের বড় হলেও প্রায় অপরিবর্তিত থাকবে। ব্যবহার করা হবে ২০১৯ আইপ্যাড এয়ারের ফর্ম ফ্যাক্টর। এছাড়া আইপ্যাডটিতে থাকবে ৪ গিগাবাইটের র‍্যাম ও বটম বেজেলসহ পুরাতন টাচ আইডি হোম বাটন। দাম শুরু হতে পারে ২৯৯ ডলার থেকে, যেখানে বর্তমান সংস্করণটির দাম ৩২৯ ডলার থেকে শুরু হয়েছে। থাকবে ৬৪ গিগাবাইট স্টোরেজ। ডিবিটেক/বিএমটি